ভেড়ার মাংস খেতে খুব ইচ্ছে করে

তাইতো বুঝে ভেড়া ভ্যা ভ্যা করে,

মালিক ভেড়াকে তাড়া করে

ভেড়া মনের কষ্টে চুপ করে।

ভেড়ার মাংস খেতে খুব ইচ্ছে করে

শুনে চাটুকরেরা গুনগান করে,

কর্তার মনে দুষ্ট হাসির ঝিলিক মারে

তাইতো দেখে চাটুকরেরা নতুন ফন্দি ঝাড়ে।

ভেড়ার মাংস খেতে খুব ইচ্ছে করে

বাল্য কালের নানা স্মৃতি মনে পড়ে,

ভেড়ার পাল লয়ে কৃষানের বেটা যায় নদীর পাড়ে

ঘাস খাইয়ে, নাইয়ে বিকেলে বাড়ী ফেরে।