রূপের মাঝে অরূপ আমি

খুঁজে ফিরে নতুন আমি,

সদা চঞ্চল মন কখনও যেন কাঁদায় নাহি নামি

সত্তার মাঝে আরেক সত্তা আমি।

রূপের মাঝে অরূপ আমি

আমার মাঝে হাজার রূপে তুমি,

তাইতো আমার কষ্ট নিয়ে নতুন ভূমি

চষে বেড়াই নতূনের জন্য সকল ভূমি।

রূপের মাঝে অরূপ আমি

দ্বীপের মাঝে নতুন ভূমি,

স্রোতের তোড়ে ভাসাই ডিঙ্গি আমি

তাইতো কূল খুঁজতে অকূল আমি।