মঙ্গায় দুঃখের শেষ নেই
তাইতো মোর কথা কেহ নাহি শুনে ভাই,
দুঃখিকে দেখে আমরা সরে যাই মঙ্গার মানুষ দুঃখের সাথী নাইরে ভাই।

মঙ্গায় দুঃখের শেষ নাই
অকুল পাথারে ভাসে তাই, নীতি আর কৌশলে জীবন বাঁধা তাই
আর তার উত্তরণ সবাই চাই।

মঙ্গায় দুঃখের শেষ নাই
রোদে পুড়ে চামড়া কাল তাই, সাদা চামড়ায় পলিশড চেহারায় অবজ্ঞা করে তাই
কোথায় মঙ্গার শেষ সেটা জানতে চাই।