দুঃখের প্রহরে প্রতিটি দিন
কাটে অহর্নিশি প্রতিক্ষণ
সময়ের স্রোতে কষ্টের ক্ষণ,
কাটেনা আর সকাল দুপুর বিকেল।
দুঃখের প্রহরে প্রতি দিন
প্রিয়ার কালো মুখ সদা সর্বক্ষন,
বসের নির্মম আদেশে খুন
ভাল যে লাগেনা কোন দিন ক্ষণ।
দুঃখের প্রহরে প্রতিটি দিন
পেটের ভাত চাল হয়ে যায়,
মুখ যেন বাংলা পাঁচ হয়ে যায়
সুখ, বিবর্ন প্রতিচ্ছবি বনে যায়।