দারিদ্য্র মানচিত্রে উত্তর বঙ্গের মঙ্গা কুড়িগ্রামের নদীর পার অতি ভাঙ্গা, রংপুর শস্যের ভাÐারে বাজায় ডংকা
দুই কোটি মানুষ চার কোটির খাদ্য জন্মিয়ে দেখা দেয় আশংকা।
দারিদ্র মানচিত্রে উত্তর বঙ্গের মঙ্গা নীলফামারীতে শস্যের ভাÐারে ভরা,
তবুও দারিদ্র্য তাদের করে নিত্য তাড়া সম্পদের সুষম বন্টনে রয়েছে ঘুনে ধরা।
দারিদ্য্র মানচিত্রে উত্তর বঙ্গের মঙ্গা
ঠাকুরগাঁও এ সব থেকেও রয়েছে কষ্টের আশংকা, ধান-গম পাট আর অন্যান্য শস্যে ভরা
নিয়মিত এদের করছে তাড়া, দারিদ্য্র মানচিত্রে লাল দাগে ভরা।