কর্মে আজকাল মঙ্গা ধরেছে
অকর্মারা সরস সময় কাটাচ্ছে, মুরব্বীরা চিন্তায় ধুকে মরছে
নীতি নির্ধারকরা অযথাই বক্তব্য দিচ্ছে।
কর্মে আজকাল মঙ্গা ধরেছে সুশীলরা ব্যস্ত কর্মে কাটাচ্ছে,
চাটুকররা কথার ফুলঝুড়ি উড়াচ্ছে
মোসাহেবরা পদলেহনে ব্যস্ত রয়েছে।
কর্মে আজকাল মঙ্গা ধরেছে
দেশে উন্নতির বণ্যা বইছে, ক্ষুদার্থরা নেড়ি কুত্তার মত না খেয়ে ধুকছে
নেতারা সরস বক্তৃতায় মিথ্যা ফুকছে।