জন্ম: ১৮১৪ খ্রি: মৃত্যু: ১৮৮৩ খ্রি:
প্যারীচাঁদ মিত্র কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি প্রথম বাংলা উপন্যাসের রচয়িতা। তিনি ‘টেকচাঁদ ঠাকুর’ ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ রচনা করেন। এ গন্থের মাধ্যমে তিনি বাংলা গদ্যে প্রথমবারের মত কথ্য বা চলিত রীতির প্রয়োগ করেন ও এর মাধ্যমে বাংলা গদ্য রীতিতে এক অভিনব লঘুভঙ্গি প্রবর্তিত হয় এবং তা কথ্যরীতির বহুল ব্যবহারের পথ উন্মুক্ত করে। তাঁর উল্লেখযোগ্য রচনাবলি: ‘আলালের ঘরের দুলাল’, ‘রামারঞ্জিকা’, ‘গীতাঙ্কুর যৎকিঞ্চিৎ’, ‘অভেদী’, ‘আধ্যাত্মিকা’, ‘বামাতোষিণী’ ইত্যাদি।
Media LRT
Migration, Environment and Development Initiative Association