জন্ম: ১৯৪৪ খ্রি:
বাংলাদেশের অন্যতম প্রধান কবি মহাদেব সাহা ১৯৪৪ খ্রিস্টাব্দের ৫ই আগস্ট জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি পাবনা জেলার ধানঘড়া গ্রামে। তাঁর পিতার নাম গদাধর সাহা এবং মায়ের নাম বিরাজমোহিনী সাহা। কবির শিক্ষাজীবনের অধিকাংশ সময় কেটেছে বগুড়া এবং রাজশাহীতে। ১৯৬৮ খ্রিস্টাব্দে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন।
মহাদেব সাহার কবিতা মানবের সুখ ও দুঃখের এক চলমান উপাখ্যান। সমাজের প্রতি দায়বদ্ধতা, রাজনীতি-মনস্কতা মহাদেব সাহাকে টেনে আনে মাটিও মানুষের কাছাকাছি। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে: ‘এই গৃহ এই সন্ন্যাস’, ‘মানব এসেছি কাছে’, ‘চাই বিষ অমরতা’, ‘ফুল কই শুধু অস্ত্রের উল্লাস’, ‘কোথা প্রেম কোথা সে বিদ্রোহ’, ‘বেঁচে আছি স্বপ্নমানুষ’, ‘একবার নিজের কাছে যাই’ প্রভৃতি। তিনি ১৯৮৩ খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০০১ খ্রিস্টাব্দে একুশে পদকসহ আরও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন।
Media LRT
Migration, Environment and Development Initiative Association