আমার শ্রদ্ধেয় বাল্য শিক্ষক

আয়নাল ভাই ও নুরু ভাইকে

আয়নাল ভাই ৮ বছর বয়স হতে ২৬ বছর বয়স পর্যন্ত দীর্ঘ ১৮ বছর এবং

নুরু ভাই ১২/১৩ বছর হতে ৪০ বছর বয়স  ‍পর্যন্ত প্রায় দীর্ঘ ২৮ বছর আমাদের পরিবারের কৃষি কাজের দেখাশুনা ও নিয়ন্ত্রণ করেছেন।

তাদের নিকট আমার বাল্য শিক্ষা শুরু হয়, তাঁরা দুজনেই আমাদের রক্তের সম্পর্কের কেউ নন কিন্তু আমাদের পরিবারের প্রতি তাদের দায়িত্ব ও শ্রদ্ধাবোধ আমাদের পরিবারকে নতুন একমাত্রা এনে দেয়, যা আমাদিগকে এলাকায় পরিচিত করে তোলে। তাদের ত্যাগ ও প্রদত্ত শিক্ষার প্রতি আমার আকুন্ঠ শ্রদ্ধা।