ধর্ম নিয়ে যার ভাবনা কর্মে কিসের ভয়
ধর্মের মাঝে কর্মের বানী রয়েছে নিশ্চয়,
অনাদি কাল ধরে ধর্মের আচার বয়
কর্মের মাঝে ধর্মের প্রভাব বয়।
ধর্ম নিয়ে যার ভাবনা কর্মে কিসের ভয়
ধর্মের পথ দেখায় কর্মের ফল নিশ্চয়,
ধর্ম কর্ম নিয়ে বিরোধ সদা হয়
সেটা জ্ঞানীর কর্ম নয়, মুর্খেরই হয়।
ধর্ম নিয়ে যার ভাবনা কর্মে কিসের ভয়
যুদ্ধে আর বিরোধে ধর্মের জয় হয়,
ধর্ম নিয়ে নানা জন যুদ্ধে লিপ্ত হয় কর্মের মাঝে ধর্ম বেচে থাকে নিশ্চয়।