স্বাধীনতার সুফল মোরা করছি ভোগ
স্বাধীনতা নিয়ে নেই কোন অভিযোগ,
স্বাধীনতার অপব্যবহারে নানা অনুযোগ
তাতে কর্তা ব্যক্তির নেই কোন যোগ।
স্বাধীনতার সুফল মোরা করছি ভোগ
ইচ্ছামত চলছি মোরা, করছি ভোগ,
ভোগের মাঝে ঘোগের বাসায় দিচ্ছি দাগ
অন্যায়ের বিরুদ্ধে রয়েছি মোরা সজাগ।
স্বাধীনতার সুফল মোরা করছি ভোগ
কর্তা-আর নেতার চালাচ্ছে নানা যোগ
আম জনতার কষ্টের মাঝে স্বাধীনতার ভোগ সত্য বলতে মুখ খুলতে চলছে নানা যোগ।