নিঃসঙ্গরা আজ স্বপ্ন ভঙ্গে

কখনও বা ভাঙ্গে আবার কখনও বা ঢঙ্গে,

হাজার কালের ব্যথায় নানা ঢঙ্গে

মনের আশা মিলে যায় ভঙ্গে।

নিঃসঙ্গরা আজ স্বপ্ন ভঙ্গে

কখনও বা উঠে তুঙ্গে নতুন স্বপ্ন বঙ্গে,

ধপাস করে পাতাল পুরীর অঙ্গে

কচি খড় যাই পুড়াক স্বপ্ন যে ভাঙ্গে।

নিঃসঙ্গরা আজ স্বপ্ন ভঙ্গে

হঠাৎ করে আলোর ঝলকানি নব অঙ্গে,

কাঁচের ঘরের মত স্বপ্ন ভাঙ্গে

আশার আলো হতাশার নতুন অঙ্গে।