‘‘আত্মকথা’’ গ্রন্থটি তৃতীয় কাব্যগ্রন্থ। তিন সংখ্যাকে তত্তের বিচারে অলমানে বলা হলেও ‘‘তৃতীয় নয়ন’’ শব্দটি যেমন দৃষ্টির নতুন প্রসারতা এনে দেয়। তেমনি তৃতীয় এ কাব্যগ্রন্থ লেখা লেখির নতুন রম্নপ প্রকাশ করবে বলে আমার বিশ্বাস। পাঠক কূলই এর প্রকৃত বিচারক বলে বিশ্বাস করি। 

‘‘আত্মকথা’’য় বিভিন ণ বিষয়ের উপর বিষয় ভিত্তিক ধারণা আলোকপাত করার চেষ্টা করা হয়েছে। পাঠক মনে জাগতে পারে, কিন্তু সমাধান পাঠকের একামত্ম নিজের। বিচার বিশেস্নষণে পাঠকের হৃদয়ের আকুলতাই শ্রেষ্ঠত্বের আসনে আসীন হবে। আমি একজন ভাল পাঠক হতে গেয়ে নিজের মনের ভাবকে তুলে ধরতে চেষ্টা করছি। কতটুকু সফল তা পাঠক কূল বিচার করবেন। মনের একামত্ম অনুভূতির বহিঃপ্রকাশেই আক্ষরিক বিন্যাস ‘‘আত্মকথা’’। প্রিয় বিদগ্ধ পাঠক কূলের নিকট আমার সবিনয় নিবেদন তারা যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমার জ্ঞাত অজ্ঞাত সকল ভুলগুলো। নানা ব্যসত্মতা ও যাপিত জীবনের ক্লামিত্ম ভুলে এ ক্ষুদ্র প্রয়াসের আক্ষরিক কাঠামো বিন্যাসে যারা উদার হসেত্ম এগিয়ে এসেছেন তাদের সকলের প্রতি রইল

কৃতজ্ঞা।