কয়েক দিন হল কলম বিরতি
মনের মাঝে নানা আর্তি,
কোনটা ধ্বংস কোনটা কীর্তি
মনের দুঃখে কলম বিরতি।
কয়েক দিন হল কলম বিরতি
সরকারের গরীব কর্মচারীদের পকেটে নাই পাতি,
টানা পোড়নে সংসারের জাতা জাতি
নুন আনতে পানতা ফুড়ানোর কীর্তি।
কয়েক দিন হল কলম বিরতি
মনের কষ্টে নানা অশান্তি,
তার মাঝে রোগের ভোগান্তি
টাকার অভাবে নষ্ট হয় শান্তি।