প্রত্যাশা আছে বলেই তো প্রাপ্তি
ফল আছে বলেই তো গাছের উৎপত্তি,
জীবন আছে বলেই তো কষ্টের দীপ্তি
প্রেম আছে বলেই তো হতাশার ব্যপ্তি।
প্রত্যাশা আছে বলেই তো প্রাপ্তি
মেঘ আছে বলেই তো বৃষ্টির কাটতি,
সৌন্দর্য আছে বলেইতো সৃষ্টির আকুতি
নতূন সৃষ্টির জন্যই তো প্রলয়ের দীপ্তি।
প্রত্যাশা আছে বলেই তো প্রাপ্তি
বসন্ত আছে বলেই তো শীতের নিষ্ঠুর কীর্তি,
ভালবাসা আছে বলেইতো প্রেমের তৃপ্তি
হারানোর ভয় আছে বলেইতো সৃষ্টি হয়েছে শক্তি।