ভাটির নৌকা আবার কেন উজান বাইতে চায়
নীতি-নৈতিকতার পালে উড়ান চন্ডি ধায়,
জীবন চলার পথে কালো মেঘ রয়
তাইতো বলি সূর্য কি কখনও পথ হারায়।
ভাটির নৌকা আবার কেন উজান বাইতে চায়
একূল ভাংগে ওপার গড়েই নদী চলে যায়,
তীরের মানুষেরা স্বচ্ছ জ্বল নাহি পায়
প্রবাদ বলে নদীর ঘোলাজল ভালই হয়।
ভাটির নৌকা আবার কেন উজান বাইতে চায়
চরের পানে দাঁড়ায় পথিক, শেষ নাহি পায়,
মাঝি বলে ওপারে যাবে, আস আমার নায়
পথিক বলে সদা পিছুটান আমায় ধায়।