ফুর্তিতে পোড়াই মোরা আতশবাজী
এ নিয়ে চলছে নানা ভেলকিবাজি,
গরীবেরা অতি সখে বাজায় আতশবাজী
ধনীরা দেখায় টাকার কারসাজি।
ফুর্তিতে পোড়াই মোরা আতশবাজী
পুলিশে ধরলে আইনের নানা কারসাজি,
বাচ্চা আর ফুর্তিবাজদের তাতে নিমরাজি
এনিয়ে চলছে নানা তুঘলকি কাজ-ই।
ফুর্তিতে পোড়াই মোরা আতশবাজী
তাজা বারুদের গন্ধে নাকে লাগে ঝাজি,
দূর্ঘটনা ঘটলে রাখতে হয় জীবন বাজি
চাল চালনে আমরা সবাই সাধু আর কাজী।