কবিতারা আজ হোলি খেলছে
হাসছে, খেলছে, নাচছে,
যা ইচ্ছা আজ তাই করছে
মজায় মজায় রস সিঞ্চন করছে।
কবিতারা আজ হোলি খেলছে
কবিরা মনের মাধুরী মিশাছে,
কলমের কালিরা সৃষ্টির আনন্দে নাছছে
যার ফলে শত সহস্র কবিতা সৃষ্টি হচ্ছে।
কবিতারা আজ হোলি খেলা খেলছে
যার যামন চাইছে, লিখে যাচ্ছে,
ছাপাখানা সব ছেপে দিচ্ছে কবিতার মান অপমান, যা ইচ্ছে তাই হচ্ছে।