বন্ধুত্বের মানে আমি বুঝি না
তাইতো কাউকে বন্ধু হিসেবে পাইনা,
যাদের বন্ধু ভাবি তারা ভাবে না
যারা বন্ধু ভাবে, তাদের আমি বুঝিনা।
বন্ধুত্বের মানে আমি বুঝি না
চলার পথে সবার সম্পর্ক বুঝি না,
মেকি বন্ধুত্ব আর সম্পর্ক চাইনা
মেক আপ করা চেহারা দেখতে আর চাইনা।
বন্ধুত্বের মানে আমি বুঝি না
যার সাথে উঠি বসি সে আমার বন্ধু না,
তার পরও বন্ধু ছাড়া জীবন চলে না
যা কিছু বললাম কষ্ট বই অন্য কিছু না।