ভাষা শহীদদের জানাই সালাম
৫২’ র ভাষা আন্দোলনে যারা দিয়েছিল প্রাণ,
জাতীর কাছে তাদের স্মৃতি অম্লান
বুকের তাজা রক্ত দিয়ে যারা করেছে কল্যাণ।।
ভাষা শহীদের জানাই সালাম
রফিক, শফিক, ছালাম, বরকত আরো কত নাম,
মায়ের বুকের ভাষা তাদেরই দাম
জাতি নয় বিশ্ববাসি দিয়েছে দাম।
ভাষা শহীদের জানাই ছালাম
আন্তর্জাতিক মাতৃভাষায় তাদেরই নাম,
বাংলা নয় সারা বিশ্বে তাদের সুনাম তাদের শহীদের আত্নায় শত সহস্র প্রণাম।