আজ পহেলা ফাল্গুন

নতূন পাতারা লজ্বায় মুখ ঢেকেছে,

কোকিল আর ঢাকে না

কারণ রাজনীতিবিদরা মিথ্যা বলে।

আজ পহেলা ফাল্গুন

গাছেরা লজ্বায় মাথা নত,

কচি ঘাষেরা মরছে

কারণ সরকার উদাসীন।

আজ পহেলা ফাল্গুন

মেয়েরা বাসন্তী কাপড় পড়ে বটে,

টাউজার হিসেবে জিনস পড়ে

কারণ দিন বদলেছে।