কপোতাক্ষ আজ নতুন রুপে সেজেছে
যশোরের ভৈরব থেকে জন্ম নিয়েছে,
খুলনার খোলপটুয়ায় মিশেছে
সময়ের স্রোতে নতুন ইতিহাস গড়েছে।
কপোতাক্ষ আজ নতুন রুপে সেজেছে
গঙ্গা কপোতাক্ষ প্রকল্পতার ইতিহাস হরণ করেছে,
কচুরী পানার আবাসে নতুন রুপে সেজেছে
মাইকেলের স্রোতস্বিনী আজ মরেছে।
কপোতাক্ষ আজ নতুন রুপে সেজেছে
হাজারও ভক্ত কূল তাকে দেখে কেঁদেছে,
কপোতাক্ষ মাইকেলকে সাজিয়েছে
আর পানি উন্নয়ন বোর্ড কপোতাক্ষকে বাঁচিয়েছে।