স্বাধীনতার নেই কোন কুফল
আমরা স্বাধীনতার অপব্যবহারে সফল,
স্বাধীনতার মূল্য না বুঝে করছি কতল
ক্ষমতার মোহে করছি সব বহাল।
স্বাধীনতার নেই কোন কুফল
কুশীলব আর ক্ষমতার চলছে চলাচল,
আমরা যারা সাধারণ তারা মাকাল ফল
কর্তারা চালায় ঘানি আর কল।
স্বাধীনতার নেই কোন কুফল
ক্ষমতার অপব্যবহারে আমরা সফল,
তাইতো নানা অপকৌশলে বানচ্ছি মাকাল ফল নিরাগত্ত হলে আমরা পাব পূর্ণ সুফল।