করোনার আক্রমনে স্থবির জনজীবন

দুঃখ আর কষ্টের নেই কোন বর্ণন,

হাজারো সমস্যা আর কষ্টে চলছে জীবন

নেই কোন আলোর আভাস চালাতে জীবন।

করোনার আক্রমনে স্থবীর জনজীবন

ত্রাহি ত্রাহি করছে বাঁচতে জীবন,

মহামারি ঘোষনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তাগন

বাংলাদেশের জনগন সরকার মানতে নানা অনুফান।

করোনার আক্রমনে স্থবীর জনজীবন

পরিবারের কষ্টে কাটছে জীবন,

ক্ষমতাসীন লুটেরা চালাচ্ছে নিত্য নতুন আগ্রাসন জীবন চালাতে চলছে নানা কষ্টের অনুশাসন।