সীমান্ত নিয়ে কোন কবিতা নয়
এখানে যা সবই জীবনে রয়,
চাকুরী শুরু নেত্রকোনায় হয়
বুঝতে না বুঝতেই সিলেটে বদলী হয়।
সীমান্ত নিয়ে কোন কবিতা নয়
এযে জীবনের ঘূর্ণিপাকে বাঁকে বাঁকে রয়,
চাকুরির সাথে বনিবনা না হওয়ায়
চাকুরিটাই ছেড়ে চলে আসতে হয়।
সীমান্ত নিয়ে কোন কবিতা নয়
দেখতে দেখতে ষোল বছর পার হয়,
সীমান্ত আমার সাথে রয়
রাজশাহী, নেত্রকোনা, বান্দরবান হয়ে এখন
রাঙ্গামাটির পাহাড় চূড়ায়।