সভ্যতার ধর্ষনের কথা  কই বা শোনে

সেখানে যে লীলা খেলা চালায় গুনী জনে,

সকলের তরে শ্রেষ্ট তারা সাধারনের সনে

ভিতরে ভিতরে ব্যস্ত নষ্টমীর লীলা কীর্তনে।

সভ্যতার ধর্ষনের কথা কেই বা শোনে

এক ভাঙ্গে তো আরেকটা গড়ে নতুন জনে,

বাইরে তার রঙ্গের বিল মাকাল ফলের সনে

ভিতরে সারবস্তর দেখা নাহি জনে জনে।

সভ্যতার ধর্ষনের কথা কেই বা শোনে

আর্তনাদ আর চিৎকার ব্যস্ত ক্রন্দনে,

দেখা নাহি চোখের জলের সনে

মেকআপ আর প্যান কেকে ডেকেছে নয়নে।