সভ্যতার কাছে আমার প্রশ্ন

পাঁচতারা হোটেলে

নারীর শরীর কেন?

কেন উন্নয়নের নামে

দেহের বিকিকিনি?

সভ্যতার কাছে আমার প্রশ্ন

রাস্তাঘাট আর শিক্ষা প্রতিষ্ঠানে

লাশের মিছিল কেন?

কেন পড়াশোনার নামে

নোংড়া রাজনীতির খেলা।

সভ্যতার কাছে আমার প্রশ্ন

জাতীয় সংসদে

নীতিহীদের আস্তানা কেন?

কেন আইন প্রণয়নের নামে

নোংড়া বুলি আর মিথ্যা ঝুলি।