জন্ম: ১৮৮২ খ্রি: মৃত্যু: ১৯২২ খ্রি:
সত্যেন্দ্রনাথ দত্ত কলকাতার নিমতলি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ‘ছন্দের রাজা’ ও ‘ছন্দের যাদুকর’ নামে খ্যাত। দেশাত্মবোধ, শক্তির সাধনা ও মানবতার বন্দনা তাঁর কবিতার ভাববস্তু। সমাজের তুচ্ছ মানুষকে নিয়ে কবিতা রচনার প্রথম কৃতিত্ব তাঁর স্বাতন্ত্র্য ধরা পড়েছে কবিতার বিষয়বস্তু, ছন্দ-কৌশল শব্দ ও ভাষা ব্যবহারের কারুকার্যে। ‘সবিতা’, ‘বেণুও বীণা’, ‘কুহু ও কেকা’, ‘তুলির লিখন’, ‘তীর্থ সলিল’, ‘মণি মঞ্জুষা’, ‘তীর্থরেণু’ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য রচনা।
মাত্র চল্লিশ বছর বয়সে ১৯২২ সালের ২৫ ফেব্রæয়ারি পরলোকগমন করেন।
Media LRT
Migration, Environment and Development Initiative Association