ড. লুৎফর রহমান তোফা ১৯৭৫ সালে মানিকগঞ্জ জেলায় দৌলতপুর উপজেলার বিষ্ণপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। মাতাঃ রাহিমা খাতুন পিতাঃ আব্দুল লতিফ।
তিনি ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ভূগোল ও পরিবেশ বিভাগ হতে স্নাতক (সম্মান) ও ১৯৯৬ সালে স্নাত্তকোত্তর ডিগ্রী (১ম শ্রেণীতে ২য় স্থান) লাভ করেন।
তিনি ২০১০ সালে Migration & Dovelopment বিষয়ক গবেষণার জন্য একই বিশ্ববিদ্যালয় হতে
M. Phil. ও ২০১৫ সালে Remittance & Poverty Alleviation উপর গবেষনা করে Ph.D ডিগ্রী লাভ করেন।
তিনি ২০০১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে চাকুরী শুরু করেন। তিনি BCS (Education), BCS (Information), BCS (Ansar) ক্যাডারে চুড়ান্ত ভাবে উত্তীর্ণ হন। ইতোমধ্যে তিনি কলেজে শিক্ষকতাসহ বাংলাদেশ বেতার, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নসহ সরকারের ৬টি সংস্থায় চাকুরী করেন।
বর্তমানে ২০১৮ সাল হতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর “পরিচালক” পদে কর্মরত আছেন।
ইতোমধ্যে তিনি ২০১০ সালে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের টাক্সফোর্সে সদস্য হিসেবে জনশক্তি রপ্তানী বিষয়ে Exposure visit এ ফিলিপাইন গমন করেন। এছাড়া তিনি ২০১৬ সালে তুরস্কের Pieda Okulda. Thujla হতে Batallion Commander কোর্স সম্পন্ন করেন।
তিনি সকলের দোয়ার্প্রাথী ।