রাগ কখনও করো না

সে যে আনে নতূন বায়না,

কথার পর কথা শেষ হয়না

বাজায় রাগের পর রাগের বায়না।

রাগ কখনও করো না

সৃষ্টি করে কখনও কান্না,

বন্ধ করে জীবনের সকল রান্না

বয়ে আনে দুঃখের বর্ণ্যা।

রাগ কখনও করো না

সংসার জীবনে আনে ভাবনা,

ধ্বংস করে সকল আয়না

রাগ করে কেউ ভাল কিছু পায় না।