কখনও কি রজনীগন্ধার কষ্ট নিয়ে ভেবেছেন

তার বোঁটার স্নিগ্ধতা যে আপনি ম্লান করেছেন,

তার গোড়াটি কেটে খাবার ধ্বংস করেছেন

দু’বা তিন দিনের মধ্যে মৃত্যু নিশ্চিত করেছেন।

কখনও কি রজনীগন্ধার কষ্ট নিয়ে ভেবেছেন

আপনার হাত দিয়ে অন্যকে শ্রদ্ধার অর্ঘ অর্পন করেছেন,

কখনও বা হৃদয় নিংড়ানো ভালবাসা ঢেলেছেন

ভেবেছেন ? কি পরিমান কষ্ট দিয়েছে বিসর্জন।

কখনও কি রজনীগন্ধার কষ্ট নিয়ে ভেবেছেন

জীবন বিসর্জন দিয়ে করেছে নিশ্চিত আপনার

আপনি মত্র কয়টি টাকা দিয়ে কিনেছেন এক জীবন

যা গাইছে আপনার জয়গান।