কালের বিবর্তনে রংপুরে আর মঙ্গা নেই রাজনীতিবিদগণের মুখে ফুটে খই,
সাধারণ জনগণের চেষ্টার ঘাটতি নেই
নানা নীতি পদক্ষেপ উদ্ভাবনের শেষ নেই।
কালের বিবর্তনে রংপুরে মঙ্গা আর নেই সরকারের টি আর কাবিটাসহ সাহায্যের শেষ নেই, বেসরকারী সংস্থার উদ্ভাবনা প্রকল্পে রই মঙ্গা কবলিত রংপুরে আর মঙ্গা কই।
কালের বিবর্তনে রংপুরে আর মঙ্গা নেই সরকারের তথ্য বহুল বক্তব্যে নানা মিল পাই,
কেউ কেউ সমালোচনার ঝড় তুলে তাই সকলের সমন্বিত চেষ্টায় রংপুরে আর মঙ্গা নেই।