গাছতলায় বসে লেখার লোক আমি নই
সাহিত্যের নামে যা ইচ্ছে তার বলি হই,
বাছ বিচারে তেমন পটু আমি নই
মানুষের ভাল মূল্যায়নে ব্যস্ত রই।
গাছতলায় বসে লেখার লোক আমি নই
নিঃসঙ্গ আর নির্জনতার প্রিয় হই,
হাজারো ব্যস্থতায় একটু অবসর চাই
দুষ্ট লোকের ইষ্ট চাই।
গাছতলায় বসে লেখার লোক আমি নই
ঝিরঝিরে বাতাসে মৃদু আলোর সঙ্গ চাই,
জোনাকি পোকার আলো চাই ঝড়, ঝঞ্জা, দুঃখ বেদনা যেন নাহি পাই।