এই তো জীবন কাটছে বেশ
খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি নেইতো ক্লেশ,
সকালে ঘুম থেকে উঠে নতুন বেশ
সেই সংগে চায়ের কাপের সাথে ঝগড়া বেশ
গিন্নীর ঝাকালো কথার রয়েছে রেষ।
এই তো জীবন কাটছে বেশ
পাশের বাসার ভাই লোকটা ভাল বেশ,
কেরানীর চাকরি করে ফ্ল্যাট কিনেছে বেশ
গিন্নী বলে সে দিকে নেই তো কোন হুশ।
এই তো জীবন কাটছে বেশ
নিত্য নতুন শাড়ি গহনার আবদারের নেইকো শেষ,
তাতে আমার নেই কো কোন আবেশ
গৈ-গেরামের মানুষ আমি চলছি তো বেশ।