যমুনার খেলা দেখে মোরা পাড়ের মানুষ মরি
এপাড় ভাঙ্গে তো, ও পাড়ে নতুন বসতি গড়ি,
প্রানের টানে মোরা ভাঙ্গি আর গড়ি
নিয়তি মোদের দুর্দশায় নেই কোন কড়ি।
যমুনার খেলা দেখে মোরা পাড়ের মানুষ মরি
অসহায়ের জমি ভিটা গেল বাদ নাহি তাল কড়ি,
বৃদ্ধ পিতা মাতার আশা গেল সন্তানের ভরসা করি
আল্লাহকে ডেকে সদা মোরা মরি।
যমুনার খেলা দেখে মোরা পাড়ের মানুষ মরি
কর্তারা ব্যস্ত পাড় বাঁধতে ধ্বংস হয় কড়ি,
সে সকল নিয়ে এসি রুমে নানা সভা করি হায়রে ভাগ্য মোদের দুঃখে কপাল ধরি।