জীবন মানে এক যন্ত্রণা

সেতো কোন বাঁধা মানে না,

আপন গতি ছাড়া চলে না

জীবনের চাকা কোন ব্রেক মানে না।

জীবন মানে এক যন্ত্রণা

কুট কৌশলের মায়া আর ছলনা,

আশে পাশে লোকদের হাজারও বায়না

মেটাতে গিয়ে শরীরে যে আর সহে না।

জীবন মানে এক যন্ত্রণা

যে যেমন পারে করে ছলনা,

মতে না মিললে আর চলে না

চালায় কৌশলে নানা নির্যাতন আর যাতনা।