মাগো তোমায় আমি ভালবাসি
তাইতো তোমার কাছে ছুটে আসি,
২০২০ সালের মা দিবসে নাহি আসি
কারণ করোনার করাল গ্রাসে মোরা ভাসি।
মাগো তোমায় আমি ভালবাসি
নিত্য নতুন নানা অজুহাতে হাসি,
তোমার বিরহে আমি কান্নায় ভাসি
আমার কাছের মানুষগুলো এ নিয়ে করে হাসাহাসি
মাগো তোমায় আমি ভালবাসি
তোমার ত্যাগ আর স্মৃতিতে আমি ভাসি,
হাজারও মনের কষ্ট নিয়ে নতুন করে হাসি তোমার ম্লান বদনে আমি তোমায় ছুটে আসি।