বাংলা আমার মায়ের ভাষা
শত কোটি প্রাণের ভালবাসা,
মিটিয়েছে মনের সকল আশা
সকল ভাষার শ্রেষ্ট আমার বাংলা ভাষা।
বাংলা আমার মায়ের ভাষা
হয়েছে আজ আর্ন্তজাতিক মাতৃভাষা,
বাংলা হতে সারা বিশ্বের ভাষা
সে যে মোদের প্রেরণার ভাষা।
বাংলা আমার মায়ের ভাষা
বিশ্বের বুকে গড়েছে নতুন বাসা,
বিশ্ববাসী দিয়েছে ভালবাসা এই ভাষায়ই মরতে আমার আশা।