মান-সম্মান আর হুশ থাকলে হয় মানুষ
না থাকলে হয় অমানুষ,
মুখোশের আড়ালে ক্ষমতার নেই হুশ
মানবতা আজ অবক্ষয়ে বেহুশ।
মান-সম্মান আর হুশ থাকলে হয় মানুষ
মেকি সভ্যতার আড়ালে চলছে মানুষ,
সভ্য মানুষ ব্যস্ত রাখতে নিজের হুশ
অসভ্যরা করছে উত্তাল নৃত্য, দিচ্ছে তুশ।
মান-সম্মান আর হুশ থাকলে হয় মানুষ
অসভ্য আর বেঈমানের নেই কোন হুশ,
ওর শরীরের আবরনটা আছে বলেই মানুষ
মন আর আচরণে সদাই যেন বেহুশ।