মঙ্গা বন্ধু
আমি এক মঙ্গা বন্ধু
কথায় কথায় বাহাস নেই বন্ধু,
চাল চলনে মঙ্গার ছোবল বন্ধু
তাইতো নেই ক্ষমতাবান ধনী বন্ধু।
আমি এক মঙ্গা বন্ধু
তোর চোখের মায়া বুঝতে মঙ্গায় পরি রে বন্ধু,
তোমার চতুরতা আর ধূর্ততায় আমার মঙ্গা রে বন্ধু,
তাইতো চাল চলনে মঙ্গাই আমার বন্ধু।
আমি এক মঙ্গা বন্ধু
চতুর ধান্ধা আর রাজনীতিতে আমার আছে মঙ্গা রে বন্ধু, নীতি ও নৈতিকতা মঙ্গা নেই রে বন্ধু
তাইতো চাটুকরের সমাজে আমি এক মঙ্গা বন্ধু।