মঙ্গায় শিশু বেড়ে উঠে আর্ধাহারে দিনাতিপাত চলে, মায়ের বুকে কষ্ট দানা বাঁধে
বাবার সীমিত সাধ্য দু‘করে কাঁদে।
মঙ্গার শিশু বেড়ে উঠে
সরকার খাদ্য সহায়তার প্রকল্প নেয় হাতে,
এনজিও রা বিদেশের কাছে হাত পাতে সামান্য উন্নতি হলেও মঙ্গা নির্মূল নাহি হয় তাতে।
মঙ্গায় শিশু বেড়ে উঠে
দারিদ্য্র তার নিত্য সাথে, নিয়তি তার আল্লাহর দয়ায় উন্নতির রথে
কিছু কিছু শিশুর উন্নতি হয় সত্যিকারের পথে।