মঙ্গার সময় কাল বড়ই দুঃসময়
ক্ষুদা আর দারিদ্র্যে পীড়িত অসহায়, উত্তর বঙ্গে বছরে দুবার মঙ্গা হয়
তাতেই জীবনের নাভিশ্বাস উঠে যায়।
মঙ্গার সময়কাল বড়ই দুঃসময়
মরা কার্তিকে প্রতি বছর মঙ্গা হয়,
খ্রীষ্টিয় সেপ্টেম্বর-অক্টোবরে তা হয়
আমন ফসল বোনার সময় তখই মাঠে হয়।
মঙ্গার সময়কাল বড়ই দুঃসময়
চৈত্রের খরতাপে ফসলহীন ঘরে আরেকবার মঙ্গা হয়,
খ্রীষ্টিয় এপ্রিল মে মাসে ঘুরে ঘুরে দেখা দেয়
বোরো ফসল বোনার সময় ঘরে খাবার নাহি রয়।