বৈশাখী বৃষ্টিতে এযে অনাসৃষ্টি
কালবৈশাখী নেই, আছে আষাঢ়ের বৃষ্টি,
কালের পরিবর্তনে এসে কলি কালের নতুন সৃষ্টি
মুরব্বীরা বলেন কি যে হল বৈশাখে আষাঢ়ের বৃষ্টি।
বৈশাখী বৃষ্টিতে এযে অনাসৃষ্টি
কালবৈশাখের লণ্ডভণ্ড নেই, আছে রিম ঝিম বৃষ্টি,
ঝুপঝুপ পড়ছে গাঢ় ফোঁটার বৃষ্টি,
ছন্দের তালে নতুন রূপে লাস্যময়ী বৃষ্টি।
বৈশাখী বৃষ্টিতে এযে অনাসৃষ্টি
তৃষিতের পানে মাটি ভেজায় বৃষ্টি,
আম কুড়ানোর ধূমনেই ফেসবুকেই তুষ্টি
তারুণ্য ছেড়ে তরুণেরা আজ করছে ডিজিটাল সৃষ্টি।