জন্ম: ১৮৩৫ খ্রি: মৃত্যু: ১৮৯৪ খ্রি:
বিহারীলাল চক্রবর্তী কলকাতার নিমতলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্যে আধুনিক গীতিকবিতার প্রবর্তক রবীন্দ্রনাথ তাঁকে ‘ভোরের পাখী’ উপাধি দিয়েছিলেন। তিনি গীতিকবিতীয় সর্বপ্রথম কবিমনের ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছ¡স বিশুদ্ধভাবে প্রকাশ করেন। তাঁর কাব্যে হৃদয়, প্রেম ও প্রকৃতির অপূর্ব সমাবেশ প্রথমবারের মত দেখা যায়। তাঁর কাব্যেই আধুনিক গীতিকবিতার প্রথম স্ফুরণ ঘটে।
তাঁর উল্লেখযোগ্য রচনাবলি: ‘বঙ্গসুন্দরী’, ‘নিসর্গ-সন্দর্শন’, ‘সঙ্গীত-শতক’, ‘প্রেমবাহিনী’, ‘বন্ধুবিয়োগ’ ইত্যাদি।
Media LRT
Migration, Environment and Development Initiative Association