বাবার ভালোবাসা
আমি অনেক পেয়েছি,
কিন্ত তা ছিল শৈশবে
যুবা আর পূর্ণ বয়সে নয়।
বাবা চেয়ে ছিল
আমি কৃষক হব,
মা চেয়ে ছিল
শিক্ষিত হবে।।
মায়ের বুদ্ধি আর আদর্শ
আমাকে শিক্ষিত করল,
বাবার হার হ’ল
তিনি আমায় আর ভাল বাসেন না।
বাবার অনেক জমি ছিল
লাঙ্গল আর জোয়ালের নেশা ছিল,
মায়ের বুদ্ধি ছিল
শিক্ষার প্রতি ঝেঁাক ছিল।
আজও মা আমাকে ভালবাসে
বাবা যে আর ভালবাসে না,
মা তা বুঝে
কিন্তু কিছুৃ করার নেই।