আজি বসন্ত জাগত দ্বারে
ফিরে খুঁজে মরি তাহারে,
ভাবনায় প্রেরণা দিয়েছিল যে মোরে
খুঁজি তারে মনের দ্বারে দ্বারে।
আজি বসন্ত জাগত দ্বারে
যার ভাবনা তিমির অন্ধাকারে,
যার স্পর্শ জাগত মোরে
খুজি তারে রাস্তার মোড়ে।
আজি বসন্ত জাগ্রত দ্বারে
ভাবনা জাগিয়েছিলে মনের কুঠরে,
ভাবতে শিখিয়েছিলে অন্ধকারে
বাঁচতে শিখাও নি ঘূর্ণিঝড়ে।