জন্ম: ১৯১৮ খ্রি: মৃত্যু: ১৯৭৪ খ্রি:
ফররুখ আহমদের জন্ম ১৯১৮ খ্রিস্টাব্দের ১০ জুন মাগুরা জেলার মাঝআইল গ্রামে। তাঁর পিতার নাম সৈয়দ হাতেম আলী। কর্মজীবনে বহুবিচিত্র পেশা অবলম্বন করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত দীর্ঘকাল ধরে চাকরিতে নিয়োজিত ছিলেন ঢাকা বেতারে’ স্টাফ রাইটার’ হিসেবে। চল্লিশের দশকে আবির্ভূত শক্তিমান কবিদের অন্যতম ফররুখ আহমদের প্রথম কাব্য নাট্য ও কাহিনিকাব্য প্রকাশিত হয়েছে। ইসলামি ঐতিহ্যের পুনরুজ্জীবনে বিশ্বাসী এ কবির কবিতায় প্রধানত প্রকাশ ঘটেছে ইসলামি আদর্শ ও জীবনবোধের। তাঁর অন্য গ্রন্থগুলোর নামÑ কাব্যগ্রন্থ: ‘সিরাজাম মুনীরা’, কাব্যনাট্য: নৌফেল ও হাতেম’, সনেট সংকলন: ‘মুহূর্তের কবিতা’ এবং কাহিনিকাব্য: ‘হাতেম তায়ী’। এছাড়া তিনি ছোটদের জন্য বেশ কিছু ছড়া ও কবিতা লিখে গেছেন। সাহিত্যকৃতির স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার ও ইউনেস্কো পুরস্কার লাভ করেছেন এবং মরণোত্তর একুশে পদকে ভূষিত হয়েছেন।
১৯৭৪ খ্রিস্টাব্দের ১৯ অক্টোবর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
Media LRT
Migration, Environment and Development Initiative Association