হে সৃষ্টিকর্তা, মসজিদ, মন্দির তুমি দিয়েছ
প্রার্থনার মন ও দিয়েছ,
কিন্তু প্রার্থনার প্রচন্ড অভাব দিয়েছ
শয়তানের ধোসর ক্ষমতাও দিয়েছ।
হে সৃষ্টিকর্তা, মসজিদ, মন্দির তুমি দিয়েছ
মসজিদে শয়তানের প্রবেশাধিকার দিয়েছ,
হাজারও জাতের মানুষ দিয়েছ
মত পথের নানা ভিন্নতা দিয়েছ।
হে সৃষ্টিকর্তা, মসজিদ, মন্দির তুমি দিয়েছ
মন্দিরে লীলা কীর্তনের সুযোগ দিয়েছ,
নষ্টামীর জ্বালে ভষ্টের খেলার সুযোগ দিয়েছ শেষ পরিনতিতে সঠিক বিচারের রায়ও দিয়েছ।