পুকুর পাড়ে বসে মোরা গল্পে মজি তাই
সত্য-মিথ্যার বালাই নাহি তাই,
সত্যের সাথে কল্পনার মিল খুজে পাই
বাস্তবতার সাথে তাই তো কোন তাল নাই।
পুকুর পাড়ে বসে মোরা গল্পে মজি ভাই
কল্পনার জগতে কল্প কাহিনী বানাই,
কখন যে কার ঘাড়ে খড়স নামে ভাই
এসো মোরা সত্য আর উন্নয়নের কথা গাই।
পুকুর পাড়ে বসে মোরা গল্পে মজি ভাই
দুই দিনের দুনিয়ায় কোন ক্ষতি নাহি চাই,
কর্মে আর ধর্মে মনুষত্বের স্বাক্ষর চাই
আসুন মিলেমিশে মোরা ভাই ভাই।