পিপিলিকার মন ভাল নেই
কেন যে ভাল নেই, তা বলার সুযোগ নেই,
তাই তো অবলীলায় কষ্টের শেষ নেই
দুঃখের দহনের জীবন, তার কোন শেষ নেই।
পিপিলিকার মন ভাল নেই
ধারণ ক্ষমতা কম হলেও ভাবনার শেষ নেই,
তাইতো অব্যক্ত বেদনার কথা কেই
মিলের সুরে ঝাঁক বেঁধে তালে রই।
পিপিলিকার মন ভাল নেই
পারিপার্শ্বিকতার চাপের শেষ নেই,
তাকে বুঝার মত লোক কই
অন্ত দহনে পুড়ে যে অংগার হই।